ePaper

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘মিট দ্যা প্রেস ফ্যাসিবাদীদের মূলোৎপাটনে আমরা সবসময় ঐক্যবদ্ধ

আমিনুল হক শাহীন, চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ‘মিট দ্যা প্রেস ’ চট্টগ্রাম প্রেসক্লাব ভি.আই.পি লাউঞ্চে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট, বর্তমান অন্তবর্তীকালীন সরকারের গঠন এবং একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের নির্মাণে তরুণদের ভূমিকা তুলে ধরেন।  ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতা একটি ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে জাতিকে নতুন দিগন্তের দিকে এগিয়ে নিয়েছে। বৈষম্য, দমন-পীড়ন ও স্বৈরশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা এই আন্দোলনে তরুণ প্রজন্ম তাদের অসাধারণ সাহস ও নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছে। দীর্ঘ স্বৈরশাসনের অবসান ঘটিয়ে ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার ক্ষমতায় এসেছে। বর্তমান সরকার এমন এক সময় দায়িত্ব গ্রহণ করেছে যখন দেশের অর্থনীতি বিপর্যস্ত, প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত, আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ। তবে, নতুন স্বপ্ন ও আশার সঞ্চার হয়েছে এই পরিবর্তনের মাধ্যমে। দেশজুড়ে তরুণরা বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমে যুক্ত হয়ে নতুন বাংলাদেশ গঠনের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে পরিচ্ছন্নতা অভিযান, লুটপাট হওয়া রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার, বাজার নিয়ন্ত্রণ এমন নানা উদ্যোগে তরুণদের অংশগ্রহণ বাংলাদেশের ভবিষ্যতের প্রতি তাদের দায়বদ্ধতারই প্রমাণ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইতোমধ্যে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা কমিটি ঘোষণা করেছে। এই কমিটিগুলোর মাধ্যমে তরুণদের নেতৃত্বে আমরা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও অন্তর্ভূক্তিমূলক রাষ্ট্র গঠনের প্রয়াস চালিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস, দেশের ভবিষ্যৎ নীতিনির্ধারণে তরুণদের সম্পৃক্ত না করলে কাক্সিক্ষত পরিবর্তন আনতে পারব না।

আমরা দেশবাসীকে জানাতে চাই যে, তরুণরা শুধু এই আন্দোলনের পথপ্রদর্শকই নয়, বরং তারা একটি নতুন, উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। আমরা চাই সবাই মিলে এই পথচলায় সহযোগিতা করুক এবং বাংলাদেশকে বিশ্বের সামনে একটি আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করুক। মিট দ্যা প্রেসে উপস্থিত ছিলেন

আহবায়ক রিজাউর রহমান, সদস্য সচিব নিজাম উদ্দিন, মূখ্য সংগঠক তাউসিফ ইমরোজ, মুখপাত্র ফাতেমা খানম লিজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোছেন, সদস্য সচিব তৌহিদুল ইসলাম সাঈদ, মুখ্য সংগঠক:-প্রান্ত বডুয়া, মুখপাত্র মাহবুবা ইলা খাদিজা তোহফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক ইয়াসির আরফিন চৌধুরী, সদস্য সচিব ফাহিম, মূখ্য সংগঠক শওকত আকবর, মুখপাত্র শাফি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *