পিযুষ কুমার বিশ্বাস:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন উপলক্ষে ১ জানুয়ারি ২০২৬ বিআইডব্লিউটিসি’র সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারের অতিরিক্ত সচিব ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জনাব মো: সলিম উল্লাহ। পরিচালক প্রশাসন ক্যাপ্টেন মুহাম্মদ হাসেমুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে গণতন্ত্রের মা মহীয়সী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম এবং দেশ গড়ার অসামান্য অবদানের জন্য পরম কৃতজ্ঞতা স্বীকার করে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহসভাপতি মো: জুলফিকার হোসেন, বিআইডব্লিউটিসির পরিচালক অর্থ শেখ মু.নাসিম, মুখ্য ক্রয় কর্মকর্তা মানসুরা আহমেদ, মুখ্য পরিকল্পনা ব্যবস্হাপক খোন্দকার মাহমুদুর রহমান ঈমান, জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম মিশা, বিআইডব্লিউটিসি এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি নিয়াজ আহমেদ, সহ সভাপতি ইদ্রিস নেওয়াজ, সাধারণ সম্পাদক মো: আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: আসাদুল ইসলাম ও বিআইডব্লিউটিসি প্রধান কার্যালয় সভাপতি শামিম উদ্দিন মল্লিক। সভা পরিচালনা করেন, বিআইডব্লিউটিসি’র মহাব্যবস্হাপক প্রশাসন জেসমিন আরা বেগম , শুরুতে কোরআন তেলাওয়াত করেন ইমাম মাওলানা ওমর ফারুক। অন্যদিকে, বাদ জোহর বিআইডব্লিউটিসি মসজিদে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মাহফিলে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং বিআইডব্লিউটিসি এমপ্লয়িজ ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্হানীয় নেতাকর্মীগণ যোগদান করেন। মিলাদ ও দোয়া মোনাজাত করেন ইমাম মাওলানা ওমর ফারুক।
