ePaper

বিশ্ব শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থীদের উচ্চবৃত্তি প্রদান

আবু বক্কর সিদ্দিক,ঠাকুরগাঁও

বিশ্ব শিক্ষক দিবসে ঠাকুরগাঁওয়ে মেধাবী শিক্ষার্থী ও অস্বচ্ছল পরিবারের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও পাবলিক ভার্সিটির অধ্যয়নরত শিক্ষার্থীদের লেখাপড়া এগিয়ে নিতে আর্থিক সহায়তা স্বরুপ উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো স্যোসাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (ইএসডিও)র আয়োজনে এমআরএ প্রকল্পের আওতায় গতকাল রোববার দুপুরে সংস্থাটির ঠাকুরগাঁওয়ের প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তি চেক তুলে দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, রংপুর অঞ্চলের উপ পরিচালক (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান, জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার, ইকো কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার। অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন, আজ যেসব শিক্ষার্থীরা বৃত্তি গ্রহণের এ সুবিধা গ্রহণ করছে, তারাও প্রতিষ্ঠিত হয়ে প্রত্যেকে এক জন করে মেধাবী শিক্ষার্থীর দায়িত্ব নিলে তবেই এ ধরনের অনুষ্ঠানের স্বার্থকতা। এছাড়াও এ প্রথা অনুকরনীয় হলে কোন মেধাবী শিক্ষার্থী ঝরে পরবে না এবং কোন না কোন ভাবে তা দেশের সার্বিক উন্নয়নে জাতীয় পর্যায়েই ভূমিকা রাখবে। উল্লেখ্য, উচ্চবৃত্তি প্রদান এ অনুষ্ঠানে ২২ জন শিক্ষার্থীর মাঝে ৬ লক্ষ ৯৬ হাজার টাকা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *