মো. তাসলিম উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) সরাইল
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫-উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা চত্বরের সামনে হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরাইল উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। সরাইল উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইনে’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নাগির্স আক্তার, সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, রেড ক্রিসেন্ট সদস্য আবুল কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার এস এম ফরিদ, রেড ক্রিসেন্ট প্রতিনিধি, মো. ছাদেকুজ্জামান তানভির, প্রতিনিধি নাজনিন আক্তার তৃষা প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন,, “জন হেনরি ডুনান্ট আত্মমানবতার সেবার লক্ষ্যে মহৎ উদ্যোগ নিয়ে রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করেছিলেন। আত্মমানবতার সেবায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি সেবামূলক কাজ করে যাচ্ছে। দুর্যোগ ও বিপর্যয়ে রেড ক্রিসেন্টের সকল সদস্যরা মানুষের সেবা দিয়ে থাকে।” আমরা তার মতো হয়তো হতো পারবো না কিন্তু তাকে আমরা অনুসরণ করতে পারি। আমরা প্রত্যেকে চেষ্টা করবো মানবতাকে সমুন্নত করতে। প্রয়োজনে মানবতার জন্য আমরা জীবনকে উৎসর্গ করবো। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টিকাদার মো. শফিকুল ইসলাম খন্দকার সেলু, মো. মশিউর রহমান, উপজেলা মৎস্য অফিসের মো মনিরুল ইসলাম ও মো.জসীমউদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।