ePaper

বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের মাগফিরাত কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

মো. জাকির হোসেন, মৌলভীবাজার

গত সোমবার ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শিশুদের মর্মান্তিক মৃত্যুতে নিহত শিক্ষার্থীদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মৌলভীবাজার জেলা বিএনপি কর্তৃক গতকাল মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌরসভা হলরুমে মিলাদ, দোয়া মাহফিল, শিরনী বিতরন ও শোকসভার আয়োজন কারা হয়। শোকসভায় মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও আহতদের দ্রুত সঠিক ও উন্নত চিকিৎসার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের নিকট উদার্থ আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আবদুল ওয়ালি সিদ্দিক, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বকসি মিছবাহ উর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, সদর থানা বিএনপির সাবেক আহবায়ক মো. বদরুল আলম, সদর থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মুজিবুর রহমান মজনু, সদর থানা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মারুফ আহমদ, সদর থানা বিএনপির নবনির্বাচিত প্রথম যুগ্ম-সম্পাদক সফিউর রহমান, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কাজল মাহমুদ, মৌলভীবাজার পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদ, পৌর বিএনপির সদস্য সচিব সরওয়ার মজুমদার ইমন, বিএনপি নেতা সাইফুল ইসলাম টুটুল, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম স্বপনসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপি নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন, সভাশেষে মাওলানা ফয়সল আহমদ হেলালি নিহতদের স্মরণে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মুনাজাত কামনা করে শিরনী বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *