মো. শামীম হোসেন, গাজীপুর
গাজীপুরের ১৭ ওয়ার্ড চান্দনা উত্তরপাড়া রবিবার বিকেল ৫ ঘটিকায় সময়ে চান্দনা কৃষক দলের অফিসের সামনে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সুরুজ আহমেদ হজ্ব পালন শেষে দেশে ফিরে এসে এলাকার সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন আলহাজ্ব সুরুজ আহমেদ, সাবেক যুগ্ম আহবায়ক গাজীপুর মহানগর বিএনপি। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক বাসন থানা বিএনপি, মো. আতাউর রহমান-আহবায়ক কৃষক দল গাজীপুর মহানগর। মো. বদিরুজ্জামান বাবুল, আলহাজ্ব কাজী মোস্তফা জামাল খোকন, মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক-সাবেক যুগ্ম আহ্বায়ক বাসন থানা যুবদল। মো. মুনসুর আহমেদ, মো. মনিরুজ্জামান, মো. নাজির হোসেন ও আব্দুল সামাদ। এ সময়ে বক্তব্য রাখেন আলহাজ্ব সুরুজ আহমেদ। তিনি বলেন আল্লাহর রহমতে সকলের দোয়া নিয়ে হজ্ব পালন করে আপনাদের কাছে ফিরে এসেছি। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই আমাকে সংবর্ধনা দিয়ে সম্মানিত করেছেন। আমি কিছু কথা বলতে চাই, আগামী নির্বাচন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। বিগত বছরের আওয়ামী লীগের শাসনের সময় এই ১৭ নং ওয়ার্ডে কোনো উন্নয়ন হয়নি তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উন্নয়নের রূপকাঠি এই ১৭ নং ওয়ার্ডের উন্নয়ন করে দেখাবো। তিনি এলাকাবাসীর কাছে প্রতিশ্রুতি দেন এলাকায় কোনো সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যু ও মাদক কারবারিদের অপরাধ মূলক কাজ করতে দেওয়া হবে না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে ১৭ নং ওয়ার্ডবাসীর কাছে তিনি দোয়া চান।