ePaper

বার এন্ড এসোসিয়েটের উদ্যোগে যাত্রাবাড়ী পার্কের কাজ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বার এন্ড এসোসিয়েট কর্তৃক যাত্রাবাড়ী পার্কের কাজ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। সাধারণ জনগণ যাতে মনোরম পরিবেশে দূষনমুক্ত বায়ু গ্রহণ করতে পারে সেজন্য পার্কে পর্যাপ্ত গাছ লাগানো হয়েছে। পার্ক ব্যবহারের নিয়মাবলী লিখনির মাধ্যমে প্রদর্শন করা হয়েছে। সাধারণ মানুষ বার এন্ড এসোসিয়েটের কারণে যাত্রাবাড়ী পার্কটি ব্যবহার করার সুযোগ পেয়েছে। পার্কে ঘুরতে আসা লোকজন বার এন্ড এসোসিয়েটের কর্নধার বখতিয়ার আহমেদ রনীকে ধন্যবাদ জানাচ্ছে। এ বিষয়ে বার এন্ড এসোসিয়েটের কর্নধারকে প্রশ্ন করা হলে তিনি প্রথমে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, আমি পার্কটি সুন্দরভাবে উন্নত করেছি এই জন্য যে, সকালে বিকালে হাঁটা-হাঁটির মাধ্যমে যারা ব্যায়াম করেন তাদের জন্য। আর যারা পরিবার পরিজন নিয়ে মুক্ত পরিবেশে ঘুরতে পছন্দ করেন তাদের জন্য। পার্কে মাদক সেবন, অসামাজিক কাজ, বখাটের উৎপাত বন্ধ করা হয়েছে। অক্সিজেন বৃদ্ধির জন্য গাছ লাগানো হয়েছে। সুশীল সমাজ গড়ে তোলার উদ্দেশ্যে পার্কটি জনগণের জন্য সাজিয়ে গুজিয়ে উপহার দিলাম। সম্পূর্ণ পার্কটি সুন্দরভাবে সম্পন্ন করতে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা মেট্রো পলিটন পুলিশ এর যাত্রাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতা, সাধারণ ও ছাত্র-ছাত্রী পার্কের জন্য অনেক অর্থ শ্রম দিয়েছে। দেখে খুব ভালো লাগছে লোকজন পার্কে বসে সময় কাটাচ্ছে, ছোট ছোট দলে পিকনিকের মতো বাড়ি থেকে রান্না করা খাবার পার্কে বসে খাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *