ePaper

বাউন্ডারী ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামে বসতবাড়ির বাউন্ডারী ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ তুলেছে এক সরকারী চাকুরী জীবি পরিবার। বর্তমানে ওয়ারিশ সূত্রে সাধন কুমার রায় ৩১৪৯, ৩১৫০ দুই দাগে মোট ৩১শতাংশ জমির মালিক। বর্তমান স্বামী ও স্ত্রী দুই জনই সরকারী চাকুরী জীবি হওয়ায় এবং বাড়ীতে আর কোন লোক না থাকায় জমির সীমানা ও নিরাপত্তার স্বার্থে সেখানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়। কিন্তু প্রতিপক্ষরা অবৈধভাবে ওই বাউন্ডারী ভেঙ্গে বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় সাধন কুমার রায় বলেন প্রভাষ চন্দ্র বিশ্বাস বার বার মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, যা বর্তমানে বিচারাধীন। এতে সাধন কুমার রায় জানান আমরা মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছি। আমার বৃদ্ধ মা বাড়ীতে থাকে না, আমার ছেলে বাইরে লেখাপড়া করে। আমি আমার স্ত্রী-সন্তান ও পরিবারের সবার নিরাপত্তা চাই। একইসঙ্গে আমার বৈধ জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।” তিনি আরও জানান, আড়পাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ও সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা সাবেক আর, এস ম্যাপ অনুযায়ী জমি মেপে দিয়ে যান তাতে মাপে আমার বাউন্ডারী বাধে নাই। আমি আরও জায়গা সামনে ৫ফুট পাবো যা তারা অবৈধভাবে ঘরবাড়ী তুলে দখল করে রেখেছে। তবে তারা কিছুদিন ভালোভাবে চলাফেরা করার পর নতুন বিএস নকশা অনুযায়ী জমি বেশী রেকর্ড করে জমি দাবী করে আদালতে মামলা করেন। প্রভাষ চন্দ্র বিশ্বাসের কোটে মামলা চলমান থাকা সত্তে¦ও ভুক্তভোগী (সাধন কুমার রায়) নানা হুমকি-ধমকির মুখে পড়ে আছে। আরও জানা যায় প্রতিপক্ষরা(প্রভাষ চন্দ্র বিশ্বাস) চক্রবদ্ধভাবে দুষ্টামি ও জবরদখলের পাশাপাশি মিথ্যা অপবাদ দিয়ে তাদের মানহানি করছে। আশপাশের লোকজনকে উসকে দিয়ে পরিবারটিকে হয়রানি করারও চেষ্টা চলছে। আরও জানা যায় প্রভাষ চন্দ্র বিশ্বাস সরকারী চাকুরীজীবি সাধন কুমার রায় এর বাড়ীর জমি দখল করার জন্য এবং সাধন এর বাড়ীর সীমানার মধ্যে তাদের জমি আছে দাবী করে কোর্টে মিথ্যা মামলা করে তারই আলোকে বর্তমান ৪৯৬৭ দাগটি সাবেক আর কোন কোন দাগের জমির মধ্যে আছে ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান বরাবর একটি তদন্ত ভার দেন। তারই লক্ষে মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মারুফ হোসেন তার টিমি নিয়ে জমির সীমানা এবং মাপের কাজে আসেন। সরেজমিনে পুরাতন আর এস নকসা অনুযায়ী জমি মেপে দেখা ও জানা জানা যায় সাধন কুমার রায় আরও জমি প্রভাষ চন্দ্র বিশ্বাসের ভিতর পাবে। আর বাকী নতুন বিএস নকশা অনুযায়ী মাপা হয়েছে সেটা ফয়সালা দিবে কোর্ট। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন মোল্যা, আড়পাড়া ইউনিয়ন বিএনপি সাবেক আহবায়ক এহিয়া হুসাইন, মধুখালী উপজেলা বিএনপি নেতা রিপন হোসেন মোল্যা, যুব আন্দোলনের মধুখালী উপজেলা শাখার সভাপতি আবু তাহের সুইট, সমির কুমার বিশ্বাস, শিপন মোল্যা, রবি শিকদার দুই পক্ষের আমিন ডাবলু মন্ডল, রেজাউল করিম মোল্যা, সহদেব বিশ্বাস, মির্জা হুমায়ন কবির, জমির মালিক সাধন কুমার রায়, বিবেক চন্দ্র বিশ্বাস. ইউপি সদস্য দেবদাস কুমার সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *