ePaper

বাঁকখালী নদী উচ্ছেদে আদালত অবমাননা, দুই সচিবসহ ১৩ কর্মকর্তাকে আইনি নোটিশ

নুরুল আলম সিকদার, কক্সবাজার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বৈধ জমির উপর উচ্চ আদালতের (সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট) নিষেধাজ্ঞা আদেশ অবমাননার অভিযোগ এনে সরকারের দুই সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সরকারের ১৩ কর্মকর্তাকে আইনি নোটিশ দেয়া হয়েছে। শহরের কস্তুরা ঘাটের বদর মোকাম এলাকার বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ ইসমাইলের পক্ষ হয়ে নোটিশটি দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা বেগম। মঙ্গলবার এই নোটিশ জারি করা হয়। গত সোমবার থেকে শহরের কস্তুরা ঘাট এলাকায় বাঁকখালী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করে বিআই বিআইডব্লিউটিএ ও কক্সবাজার জেলা প্রশাসন। এই অভিযানের বিরুদ্ধেই মূলত এই আইনি নোটিশ দেওয়া হয়েছে। আদালত অবমাননার নোটিশপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. খলিলুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. ইউসুফ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মুস্তাফা, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালকনএ. টি. এম. আরিফ উদ্দিন, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মো. কামরুজ্জামান, কক্সবাজার নদী বন্দরের (কস্তুরা ঘাট) সহকারী পরিচালক মোহাম্মদ খায়রুজ্জামান, কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরী, সদর সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, পুলিশ সুপার মো. সাইফুদ্দিন শাহীন ও কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *