ePaper

বড় পর্দায় রোহিত, ভক্তদের পাগলামিতে উড়ল টাকা

স্পোর্টস ডেস্ক

গ্যালারিতে বসে অথবা টেলিভিশনের পর্দায় রোহিত শর্মাকে দেখতে অভ্যস্ত ভক্তরা। সেই রোহিতকে এবার দেখা গেল বড় পর্দায়। প্রেক্ষাগৃহে ভারতের এক দিনের অধিনায়ককে দেখে নিজেদের ধরে রাখতে পারলেন না ভক্তেরা। তাদের উন্মাদনায় রীতিমতো উড়ল টাকা, ফুল।না, রোহিত অভিনয় জগতে যাননি। আপাতত বড়পর্দায় আত্মপ্রকাশের কথাও জানাননি ভারতীয় ক্রিকেটের এ তারকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক তিনি। অভিনয় না করলেও বড়পর্দায় জায়গা করে নিয়েছেন তিনি। নেপথ্যে মহেশ বাবু ও রোহিতের ভক্তকূল।শনিবার, ৯ আগস্ট ছিল মহেশ বাবুর ৫০তম জন্মদিন। সেই উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা করেছিলেন তার ভক্তরা। বড়পর্দায় এই অভিনেতাকে সম্মান জানানোর ব্যবস্থা করা হয়। সেখানে যুক্ত হন রোহিতের ভক্তরাও। তারা ঠিক করেন, দুই তারকাকে একসঙ্গে সম্মান জানাবেন। সেই পরিকল্পনা অনুযায়ী দু’জনের ক্যারিয়ারের বিভিন্ন ঘটনা মিলিয়ে একটা ভিডিও তৈরি করেন তারা। আর সেটাই চালানো হয় বড় পর্দায়।ভিডিওতে মহেশ বাবু ও রোহিতকে আলাদা দুই জগতের দুই নক্ষত্র হিসাবে দেখানো হয়েছে। বলা হয়েছে, তারা দু’জনেই নিজের নিজের ক্ষেত্রে আলাদা জায়গা তৈরি করেছেন। পাশাপাশি দুই তারকার খারাপ সময়ও দেখানো হয়েছে ভিডিওতে। তবে সেখানেই থেমে থাকেননি ভক্তরা। দুই তারকার প্রত্যাবর্তনও দেখানো হয়েছে সেখানে।রোহিতের প্রত্যাবর্তন হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জয়কে দেখানো হয়েছে। মহেশ বাবুর প্রত্যাবর্তন হিসাবে অভিনয়ের জন্য তার পুরস্কার জেতাকে তুলে ধরা হয়। যখনই রোহিতের ছবি বড়পর্দায় দেখা গিয়েছে তখনই চিৎকার শুরু হয়েছে প্রেক্ষাগৃহে। একই অবস্থা মহেশ বাবুর জন্যও। দুই তারকাকে দেখে টাকা ওড়াতে শুরু করেন ভক্তরা, চলে নাচ। দেখে বোঝা যাচ্ছিল, প্রেক্ষাগৃহের ভিতরে উৎসবের পরিবেশ। এখন আপাতত খেলার বাইরে রোহিত। কয়েকদিন আগে লন্ডনে গিয়েছিলেন তিনি। সেখানে ওভালে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট দেখতে গিয়েছিলেন। মাঠে বসে যশস্বী জসওয়ালের সেঞ্চুরি উপভোগ করেন তিনি। ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ায়। অক্টোবর মাসে সেই সিরিজে আবার মাঠে দেখা যেতে পারে রোহিতকে। ক্রিকেটের দুই ফরম্যাটকে বিদায় জানালেও তার উন্মাদনা যে একটুও কমেনি, সেটাই বোঝা গেল ভক্তদের কীর্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *