মো. নাসির উদ্দিন
বিশ্ব জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে এই প্রতিপাদ্য নিয়ে, গতকাল রোববার সোনাতলা বগুড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়। এই দিবসটি পালন উপলক্ষে সোনাতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল গতকাল রোববার সকাল ১০ ঘটিকায় র্যলি, আলোচনা সভা ফ্রি জলাতঙ্ক ভ্যষ্কিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব নুসরাত জাহান কাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ মো. মোস্তফা কামাল (ভেটেরিনারি সার্জন), ডাঃ মো. রাসেদুজ্জামান প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, রোকসানা মৎস্য সম্প্রসারণ অফিসার সহ আরো অনেকে এসময় প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা শেষে পোষা প্রাণী, কুকুর ও বিড়ালকে জলাতঙ্ক টাকা প্রদান করা হয়।
