ePaper

ফোন এলে যাচাই করুন: ইউ এন ও শ্রীমঙ্গল

মো. আফজল হোসেইন, শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে এক জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। পোস্টে জানানো হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের সরকারি সেল ফোন নম্বর ক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায়, উক্ত নম্বর থেকে কোনো প্রকার অনাকাক্সিক্ষত ফোন কল করে যদি আর্থিক সাহায্য, ব্যক্তিগত তথ্য অথবা অন্য কোনো প্রকার অবৈধ বা সন্দেহজনক কিছু চাওয়া হয়, তবে তা এড়িয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে এই সতর্কতামূলক পোস্টটি দেওয়া হয়। পোস্টে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি এমন কিছু তথ্য পাওয়া যাচ্ছে যার ভিত্তিতে ধারণা করা হচ্ছে, অসাধু চক্র ইউএনও’র নম্বর ক্লোন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারিত করার চেষ্টা করতে পারে। পোস্টে আরও বলা হয়েছে, ক্লোন করা নম্বর ব্যবহার করে প্রতারকরা এমনভাবে নিজেদের পরিচয় দিতে পারে যেন মনে হবে স্বয়ং উপজেলা নির্বাহী অফিসার ফোন করছেন। এর মাধ্যমে তারা বিভিন্ন ব্যক্তির কাছে অনৈতিক সুবিধা চাইতে পারে, যা সাধারণ মানুষের জন্য ক্ষতির কারণ হতে পারে। উপজেলা প্রশাসন বিশেষভাবে অনুরোধ জানিয়েছে, যদি কোনো নাগরিক ইউএনও’র নম্বর থেকে কোনো প্রকার সন্দেহজনক ফোন পান, যেখানে অস্বাভাবিক কোনো অনুরোধ করা হচ্ছে, তবে সেই কলের বিষয়ে যেন কোনোভাবেই কর্ণপাত না করা হয়। একইসাথে, এই ধরনের কোনো ফোন পেলে দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অথবা স্থানীয় থানায় বিষয়টি অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, “সম্প্রতি দু’একজন ব্যক্তি আমাকে ফোন করে জানিয়েছেন যে, আমার পরিচয়ে কেউ বা কারা তাদের কাছে টাকা-পয়সা চাইছে। এই পরিস্থিতিতে সাধারণ নাগরিকেরা যাতে কোনো প্রকার প্রতারণার শিকার না হন, সেই কারণে আমি ফেসবুক পেজের মাধ্যমে আগাম সতর্কবার্তা পোস্ট করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *