ePaper

ফেনীতে ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

সাহেদ চৌধুরী, ফেনী

গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার আসামী আবু জোবায়েদ নাছিম (২৭) কে ফেনীর মহিপাল স্টার লাইন বাস কাউন্টার থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি টিম। জানা যায় ২০২৩ সালের ৩ মার্চ ফেনী জেলার দাগনভূঁঞা থানার নয়নপুর গ্রামের এক অসহায় গরিব পরিবারের মেয়েকে অসহায়ত্বের সুযোগ নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ও ভূয়া কাবিন নামা তৈরী করে বিবাহ করেন অভিযুক্ত। অতঃপর মেয়েটির সাথে আসামী আবু জোবায়েদ নাছিম দাগন ভূঞা থানার জায়লষ্কর ইউনিয়নের মোল্লাঘাটা নামক স্থানের জনৈক ছেরাজুল হকের ভাড়া বাসায় স্বামী স্ত্রীর ন্যায় দিনের পর দিন বসবাস করতে থাকেন এবং শারীরিক ভাবে মেলামেশা করতে থাকেন। মেয়েটি এক পযার্য়ে অন্ত:স্বত্ত্বা হয়ে গেলে মেয়েটিকে ইসলামী শরিয়াত মোতাবেক বিবাহ করার জন্য আসামীর পায়ে ধরে অনুরোধ করলেও সে বিবাহ করতে অনীহা প্রকাশ করে এবং নানারকম চল ছাতুরি করতে থাকে। একদিন রাতে মেয়েটিকে ঘুমিয়ে রেখে উক্ত প্রতারক আসামী সেই ভাড়া বাসা হতে পালিয়ে যায়। নিরুপায় হয়ে ভিকটিম মেয়েটি বাদী হয়ে ফেনী জেলার বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে উক্ত আসামীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত গত ২৫/০৮/২০২৫ ফেনী সদর থানার অফিসার ইনচার্জকে মামলাটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ প্রদান করেন এবং পিবিআই, ফেনী জেলাকে তদন্তের জন্য নির্দেশ দেন। আছমা আরা জাহান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, ফেনী জেলা মহোদয় মামলাটির তদন্তভার পুলিশ পরিদর্শক (নিঃ) মো. কাওসার আলম ভূঁইয়া এর উপর অর্পণ করলে ২০ সেপ্টেম্বর ২০২৫ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নি.) মো. কাওসার আলম ভূঁইয়া ও পিবিআই-এর একটি চৌকস টিমের অফিসার ফোর্সসহ এবং পিবিআই হেডকোয়ার্টার্স, ঢাকার এলআইসি শাখা হতে প্রাপ্ত তথ্য প্রযুক্তির সাহায্যে আসামী আবু জোবায়েদ নাছিম(২৭) কে সদর থানাধীন মহিপাল স্টার লাইন বাস কাউন্টার হইতে সুকৌশলে গ্রেফতার করেন। বর্তমানে মামলাটির তদন্ত অব্যাহত আছে। উক্ত আসামী বহু গরীর মেয়েকে বিয়ের মিথ্যা প্রলোভন দিয়ে জীবন নষ্ট করেছেন মর্মে এলাকাবাসী জানান। এলাকাবাসী তাহার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *