ePaper

ফুলগাজীর বসন্তপুর মুন্সিরহাট বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা চালালেন রফিকুল আলম মজনু

ফুলগাজী, ফেনী

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া) আসনের বিএনপি সমন্বয়ক ও ঢাকা দক্ষিণ বিএনপির আহাবায়ক রফিকুল আলম মজনু ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের বসন্তপুর মুন্সিরহাট বাজারে গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। মঙ্গলবার তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আন্তরিক আহ্বান জানান। প্রচারণাকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্যসচিব আবুল হোসেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাস্টার আবুল কালাম, শহীদুল্লাহ মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক ফরিদ আহম্মদ ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক নুরুল হুদা শাহীন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আমিনুল ইসলাম রসূল, সদস্য সচিব আবুল কালাম,  মুন্সীরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক খোকন, মোয়াজ্জেম হোসেন লিটন যুবদলের যুগ্ম-আহবায়ক বেলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইউসুপ সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। রফিকুল আলম মজনু বলেন, “দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে এই প্রতীকে ভোট দিতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *