ফলগাজী, ফেনী
ফেনী জেলার ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খাজুরিয়া-দেবীপুর সংযোগস্থলে রুস্তম মেম্বার বাড়ির পাশে অবস্থিত একটি কালভার্ট বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ২০২৪-২৫ সালের বন্যার প্রভাবে এই কালভার্ট ভেঙে যাওয়ায় দেবীপুর গ্রামের সঙ্গে খাজুরিয়া ও আশপাশের এলাকার সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি জরাজীর্ণ অবস্থায় ছিল। যথাসময়ে সংস্কার না করায় সাম্প্রতিক ভারী বর্ষণ ও বন্যার চাপে এটি ভেঙে পড়ে। এতে সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ইঞ্জিনিয়ার মো :শাহীন জানান, “দেবীপুর ও খাজুরিয়া এলাকার হাজার হাজার মানুষ এখন চলাচল করতে পারছেন না। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া এবং রোগীদের হাসপাতালে নেওয়া পর্যন্ত কঠিন হয়ে পড়েছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপে নতুন কালভার্ট নির্মাণ করা জরুরি হয়ে পড়েছে।” তিনি আরও জানান, এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে আপাতত পায়ে হেঁটে চলার জন্য অস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেবীপুর এলাকার বাসিন্দা আমজাদহাট ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ আহবায়ক আকবর হোসেন মজুমদার বলেন, “কালভার্টটি আগে থেকেই ভাঙা ও ক্ষতিগ্রস্ত ছিল। ২১ অক্টোবর সকালে বালু বোঝাই একটি ট্রাকের ভারে এটি সম্পূর্ণরূপে ধসে পড়ে। এরপর থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। উপজেলা প্রকৌশলী অফিস থেকে লোকজন এসে পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি।” স্থানীয় বাসিন্দারা দ্রুত কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয়, এই কালভার্টটি গ্রামের অর্থনৈতিক ও সামাজিক জীবনের সাথেও সরাসরি জড়িত।
