ফুলগাজী, ফেনী প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ফুলগাজী বাজারের মমতাজ মার্কেট জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য সচিব এনামুল হক এনামের পরিচালনায় এবং সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার মুহতামিম ইউসুফ সাদেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মনির আহমদ, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও লোকমান হোসেন, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
