মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে স্থগিত হওয়া সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৪ জানুয়ারি ) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান মো?্যার নেতৃত্বে এ যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দফা শুনানি শেষে তাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। এর আগে দুপুরে ওই আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১৫ জনের মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। এছাড়াও আট প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়। যাদের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তারা হলেন, বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম , স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খাঁন , বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. ইলিয়াস হোসেন মোল্লা, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের এনডিএফের শাহ্ মো. আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ নাছির। এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা হলেন, এনসিপির মো: হাসিবুর রহমান অপু ঠাকুর, স্বতন্ত্র প্রার্থী লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম কবির মিয়া, স্বতন্ত্র প্রার্থী মো. আরিফুর রহমান ওরফে দোলন, স্বতন্ত্র প্রার্থী মো. সামসুদ্দিন মিয়া ওরফে ঝুনু, স্বতন্ত্র প্রার্থী মো . শাহাবুদ্দিন আহমেদ,স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টর পার্টির মৃন্ময় কান্তি দাস। জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, ফরিদপুর-১ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয় । আট জনের মনোনয়নপত্র বাতিল করা হয়
ফরিদপুর-১ আসনে স্থগিত হওয়া সাত প্রার্থীর মনোনয়নপত্র শুনানি শেষে বৈধ ঘোষণা
