ePaper

ফরিদপুর-১ আসনে বিএনপির দুঃসময়ের কান্ডারি গোলাম কুদ্দুস শেখ

রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা

ফরিদপুর-১ আসনের রাজনৈতিক অঙ্গনে নিবেদিতপ্রাণ, পরিশ্রমী ও পরীক্ষিত নেতা হিসেবে যে নামটি সবার মুখে উচ্চারিত হয়Ñতিনি আলহাজ্ব গোলাম কুদ্দুস শেখ। আলহাজ্ব গোলাম কুদ্দুস শেখ। আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া-শিরগ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এই রাজনীতিক দীর্ঘদিন ধরে বিএনপির দুঃসময় ও সুসময়Ñদুই সময়েই ছিলেন দলের পাশে অবিচলভাবে। দলের সংকটকালে মাঠে থেকে কর্মীদের পাশে দাঁড়ানো, সভা-সমাবেশে নেতৃত্ব দেওয়া এবং ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে সংগঠনকে সক্রিয় রাখাÑএই সব গুণেই তিনি এলাকার মানুষের ভালোবাসা অর্জন করেছেন। বিএনপির দুর্দিনে কখনো ভীত হননি, কখনো দল ছেড়ে দূরে সরে যাননি। বরং তিনি সংগঠনকে ঐক্যবদ্ধ ও প্রেরণাদায়ী রাখার চেষ্টা করেছেন অবিরাম। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক। ঢাকার চাঁদনী চক মার্কেটের ‘রিয়াদ জুয়েলার্স’-এর সত্ত্বাধিকারী গোলাম কুদ্দুস শেখ বর্তমানে চাঁদনী চক মার্কেট বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজের উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসনীয়। তিনি শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য হিসেবে শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছেন। এছাড়াও তিনি আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ফরিদপুর জেলা বিএনপির সাবেক সদস্য এবং বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপির সাবেক সদস্য হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আলহাজ্ব গোলাম কুদ্দুস শেখ বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতন সহ্য করে এখনও টিকে রয়েছি। আমরা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবো। বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়। কারণ কিছু দিন পরে হবে জাতীয় নির্বাচন। দলের ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক রহমান সাহেব নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে। আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। আমরা দলের জন্য অনেক কষ্ট ক্লেশ করেছি। অনেক নির্যাতনের শিকার হয়েছি। ব্যবসা করতে গিয়ে রাজনৈতিক ঝামেলা পোহাতে হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান দেশের নেতৃত্ব দিবেন। আমরা বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে তার পাশে ছিলাম ও আগামী ভবিষ্যৎ এ থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সারাজীবন বিএনপির একজন খুদে কর্মী হিসেবে নিজেকে নিয়োজিত থাকতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *