রোকসানা পারভিন (ফরিদপুর) আলফাডাঙ্গা
ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা মনিরুজ্জামান মনির আলফাডাঙ্গার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রোববার সকালে আলফাডাঙ্গা ডাকবাংলোর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাংবাদ সম্মেলনের প্রধান অতিথি অনুষ্ঠানের মধ্যমণি মনোনয়ন প্রত্যাশী মনিরুজ্জামান মনির বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা অনেক নির্যাতন সহ্য করে এখনও টিকে রয়েছি। আপনারা সৌহার্দ্য সম্প্রীতি নিয়ে রাজনীতি করবেন। আমরা চাই না বিএনপির কোনো নেতাকর্মীর দ্বারা সাধারণ মানুষ হয়রানির শিকার হোক। কিছু দিনপর জাতীয় নির্বাচন। দলের ভারপ্রাপ্ত চেয়রম্যান তারেক জিয়ার নির্দেশনা অনুযায়ী দলের যাবতীয় কাজ করতে হবে। আমাদের সবাইকে ধৈর্য্য ধারণ করতে হবে। তিনি আরও বলেন আমি মনিরুজ্জামান মনির ফরিদপুর-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তবে দল যাকে নমিনেশন দিবেন একজন কর্মী হিসেবে তার কাজ করে যাবো। আমি আপনাদের ভাালোবাসা নিয়ে এখন থেকে আপনাদের সুখ-দুঃখে পাশে থাকতে চাই। সর্বসাধারণের সেবা করতে চাই। আমার জীবনে কোনো চাওয়া-পাওয়া নেই। সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই আমি অনেক সুখি। এখন আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী তথা ফরিদপুর-১ আসনের জনসাধারণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। এসময় বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাবের আলী, মধুখালী গাজনা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি আবিদ মোস্তফা, ফরিদপুর জেলা জিয়া মঞ্চের সহ সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান বাবলু, ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের নেতা মাছুম পারভেজ, মধুখালী যুবদল নেতা মো. দিদারুল হক, আলফাডাঙ্গা বিএনপির নেতা ওলিয়ার রহমানসহ দলের বিভিন্নস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
