ব্যুরো চিফ, বৃহত্তর ফরিদপুর
ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের ৬(ছয়) দফা দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছে ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ(আইডিইবি), ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ডিইএবি) ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি(বাপশিস) ফরিদপুর জেলা শাখা। গতকাল রোববার ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র বুলবুল আহমেদের সভাপতিত্বে ক্যাম্পাসের অভ্যন্তরে শহীদ মিনারের সামনে মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো. আক্কাস আলী, আইডিইবি ফরিদপুর জেলা শাখার সভাপতি শামসুদ্দিন তালুকদার, আইডিইবি ফরিদপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাইদুর রহমান সবুজ, ডিইএবি ফরিদপুর জেলা শাখার আহবায়ক শাহাজাদা খান স্বপন, সদস্য সচিব শহিদুল হক টুটুল, বাপশিস ফরিদপুর জেলা শাখার নেতা মজিবর রহমান ভূইয়া, আহসানউল্লাহ প্রমুখ নেতৃবিন্দ উপস্থিত হয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবির যৌক্তিকতা তুলে ধর বক্তব্য প্রদান করেন এবং দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭ম পর্বের ছাত্র মো. সজল, কম্পিউটার বিভাগের পঞ্চম পর্বের ছাত্র নাফিজুল ইসলাম রোহান, দাউদ শেখ, মেকানিকাল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মোহাম্মদ তরিকুল সিভিল বিভাগের সপ্তম পর্বের ছাত্র মো. আশিক, শফিকুল ইসলাম, মেকানিক্যাল তৃতীয় পর্ব শাকিব, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আহমেদ ইমতিয়াজ আবির, গ্রাসরুট পলিটেকনিকের শিক্ষার্থী তামিমসহ ফরিদপুর পলিটেকনিক, গ্রাসরুট পলিটেকনিক ও ন্যাশনাল পলিটেকনিক এর সাধারণ শিক্ষার্থীরা। এ সময় বক্তারা তাদের দাবির যৌক্তিকতা তুলে ধরে আলোচনা করেন। বক্তারা বলেন ক্রাফ্ট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতি অবিলম্বে বাতিল করতে হবে। উন্নত বিশ্বের মত চার বছর ব্যাপী কারিকুলাম চাই ও ইংরেজি মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারীদের শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রদান করতে হবে। আমরা আমাদের স্বপ্নকে ধূলিসাৎ হতে দেবো না। আর তাই নির্মানাধীন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে ১০০% ডিপ্লোমা শিক্ষার্থীদের সুযোগ দিতে হবে। বক্তারা আরো বলেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেছনে ফেলে দেশ কখনো এগিয়ে যেতে পারবে না। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। এ দাবি আদায় করতে গিয়ে আমরা জনগণের জান মালের ক্ষয়ক্ষতি করব না। নিয়মতান্ত্রিক উপায়ে শৃংঙ্খলার সাথে আমরা আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব এবং আমরা আমাদের এ দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না। কারিগরি শিক্ষার্থীদের এই আন্দোলন কোনভাবে থামানো যাবে না। আমাদের এই আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয়, এ আন্দোলন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ রক্ষার আন্দোলন। অবিলম্বে আমাদের ৬ দফা দাবিকে মেনে নিতে হবে অন্যথায় আমাদের আন্দোলন ও কর্মসূচি অব্যাহত থাকবে।