সবুজ দাস, ফরিদপুর
ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে গতকাল বৃহস্পতিবার সকালে পরিষদ কর্তৃক আয়োজিত এক উন্মোক্ত আলোচনা সভায় কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মো. আলতাফ হুসাইন এর সভাপতিত্ত্বে এ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করেন কানাইপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) আবুল কালাম আজাদ। পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় পরিষদের ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্য কর্মি, কৃষি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রধানগণ সহ নানা শ্রেনী পেশার মানুষ ও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তিবর্গ অংশ নিয়ে উন্মোক্ত আলোচনা সভায় তারা বাজেট সম্পর্কে তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে এ অর্থ বছরের জন্য মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৭ শত ৭৫ টাকা, মোট ব্যায় ধরা হয়েছে ২ কোটি ৮০ হাজার ১ শত ৬৭ টাকা এবং উদ্বৃত্ত ধরা হয়েছে ৫৭ লাখ ৫০ হাজার ৫ শত ৯৯ টাকা। উন্মুক্ত এ বাজেটে আগামী দিনের ইউনিয়নের নারীর ক্ষমতায়ন, ভৌত অবকাঠামোর উন্নয়নের দিকে নজর রাখা হয়েছে বলে ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে।