ePaper

পায়রাসহ সব বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

সৌমিত্র সুমন, (পটুয়াখালী) কলাপাড়া

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে। উপকূলীয় আকাশজুড়ে ঘন মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন, বিশেষ করে দিনমজুর ও রিকশাচালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসের চাপ কিছুটা বেড়েছে এবং যে কোনো সময় উপকূল দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি গভীর সমুদ্রগামী সকল মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *