ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিকালে চৌমুহনী পৌর হাজীপুরে রজনীগন্ধা স্পোটিং ক্লাবের উদ্যোগে এবং স্থানীয় ও প্রবাসীদের অর্থায়নে এ ইফতার উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন চৌমুহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুর রহমান বাহারসহ স্থাণীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল, ছোলা, বুট, খেজুর, তেল, খেজুর, মুড়ি, চিড়া, চিনি ও ট্যাংসহ নয় প্রকারের সামগ্রী।
চৌমুহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুর রহমান বাহার জানান, বিগত বন্যার সময় তারা স্থাণীয় ও প্রবাসীদের সহযোগিতায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন তারই ধারাবাহিকতায় আসন্ন রমযানেও অসহায় মানুষদের মাঝে ইফতার উপহার সামগ্রী তুলে দিয়েছেন। এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান।