ePaper

পঞ্চগড়ে ভিটামিন এ ক্যাপসুল পাবে ১ লাখ ৬০ হাজার শিশু

ইনসান সাগরেদ, পঞ্চগড়

পঞ্চগড়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় দেড় লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জনের কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান এই তথ্য জানান। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সিভিল সার্জন জানান, আগামীকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৬১ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এই ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনার জন্য জেলার ১ হাজার ৭৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে ২ হাজার ১৫২ জন স্বেচ্ছাসেবক একযোগে কাজ করবেন। ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে দুই ধাপে: ৬ থেকে ১১ মাস বয়সী ১৮, ৪৩০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৪২ হাজার ৭২২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল। এ কর্মসূচির মাধ্যমে শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *