ePaper

ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে মানিকগঞ্জে মার্চ ফর জাস্টিস

মানিকগঞ্জ প্রতিনিধি

ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছে মানিকগঞ্জ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মানিকগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরবিপণীর সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট বজলুর রহমান বজলু। সমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ জামিল বলেন, “আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশে ন্যায়বিচার বলে কিছু ছিল না। মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল। আর তারেক রহমানকে বছরের পর বছর মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। মানিকগঞ্জসহ সারাদেশে হাজার হাজার নেতাকর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় গ্রেফতার হয়েছেন।” তিনি আরও বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে ১৫০০-এর বেশি আন্দোলনকারী শহীদ হয়েছেন। মানিকগঞ্জের শিবালয় ও সাটুরিয়ার দুজন নিহত হয়েছেন। আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ।” সমাবেশে মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ জামিল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মহিউদ্দিন স্বপন, অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মাসুদ, অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান লিটন, অ্যাডভোকেট দেওয়ান মো. মিজানুর রহমান ও অ্যাডভোকেট বজলুর রহমান বজলু উপস্থিত ছিলেন। এছাড়াও সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ এবং বহু আইনজীবী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *