হামিদুল্লাহ সরকার, নীলফামারী
জমকালো আয়োজনের মধ্য দিয়ে নীলফামারী প্রেসক্লাবের বনভোজন ফ্যামিলি ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নীলফামারীর ঐতিহ্যবাহী (দিঘী) নীলসাগর ঐতিহাসিক পাখির অভায় আশ্রম নীল সাগরে নীলফামারী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে দিনব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ আকর্ষণীয় রাফেল ড্র পুরস্কার বিতরণী সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়রুজ্জামান সহ রাজনীতিবিদ, সাংবাদিক ও সাংবাদিকগনের পরিবারবর্গ। মধ্যাহ্নভোজের পর আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা রাখেন প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান সবুজ, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম চ্যানেল আই, সহ-সভাপতি হামিদুল্লাহ সরকার দৈনিক নবচেতনা স্টাফ রিপোর্টার সহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দু এবং সাংবাদিকগণ। বনভোজন শেষে বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা প্রদান করেন সভাপতি।