ePaper

নীলফামারীতে শিয়ালের কামড়ে বৃদ্ধসহ আহত ৩

হামিদুল্লাহ সরকার,নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জে শিয়ালের কামড়ে এক বৃদ্ধসহ তিনজন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের কেশবা ময়দানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, কেশবা ময়দানপাড়া গ্রামের মতিয়ার রহমান (৬০), আফছার আলীর ছেলে মহাসিন ইসলাম (১৮) এবং গদা মাঝাপাড়া গ্রামের সুলতান আলী (৭০)। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মতিয়ার রহমান এলাকায় একটি পতিত জমিতে কাজ করছিলেন। হঠাৎ পাশের বাঁশঝাড় থেকে একটি শিয়াল বের হয়ে এসে তাকে কামড় দেয়। মতিয়ারের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। সাহায্যের জন্য এগিয়ে আসা মহাসিন ও সুলতানকেও আক্রমণ করে শিয়ালটি। পরে স্থানীয়রা একত্র হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেন এবং আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান শিয়ালের কামড়ে গুরুতর আহত অবস্থায় তিনজন হাসপাতালে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *