ePaper

নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার

হামিদুল্লাহ সরকার,নীলফামারী নীলফামারীতে ভিসা প্রতারক সেলিম মিয়া (২৭) কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। ’সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’ এই মূলমন্ত্র কে সামনে রেখে হত্যা, ধর্ষণ, মাদক, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। গত ১৯ জুলাই বিকেলে নীলফামারী সেনাবাহিনী ক্যাম্পের ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মেজর সালমান এর নেতৃত্বে একাধিক চৌকস আভিযানিক দল যৌথভাবে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বেলতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মৃত ফকির উদ্দিনের ছেলে ভিসা প্রতারক সেলিম মিয়াকে গ্রেফতার করে। জানা যায়, সেলিম মিয়া একজন ভিসা প্রতারক। অসহায় মানুষদের কাছে টাকা নিয়ে, বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিত। পুলিশ তাকে একাধিকবার ধরতে গেলে সে পালিয়ে যায়। সেনাবাহিনী নেতৃত্বে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেলিম মিয়াকে কিশোরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *