ePaper

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

হামিদুল্লাহ সরকার, নীলফামারী

‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ শ্লোগানে দিনব্যাপী নানা কর্মসুচিতে নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। পরে বনার্ঢ্য এক র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্লাস্টিক দূষন আর নয় প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আতাউর রহমান, বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম। অনুষ্ঠানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রচণা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৫ জনকে সনদ পত্র ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন দফতর প্রধান ছাড়াও গণমাধ্যম কর্মীরা কর্মসুচিতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *