হামিদুল্লাহ সরকার, নীলফামারী
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোনের ছেলে, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সাংসদ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জামিনে মুক্তি পাওয়ায় তার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নীলফামারী শহরের কো-অপারেটিভ ব্যাংক চত্বরে এ আয়োজন করে জেলা বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, বিএনপি নেতা মীর আহমেদ বাবু, মানিক, আব্দুর রহিম, গোলাম মোস্তফা, গোলাম রব্বানী ও ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে দলীয় আদর্শের প্রতি অটল থেকেছেন এবং সকল বাধা অতিক্রম করে ফিরে এসেছেন।’ অনুষ্ঠান শেষে তার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।