নিজস্ব প্রতিবেদক
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা জটিল রাজনীতির মধ্যে আছি। নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। আজ শনিবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। জোনায়েদ সাকি বলেন, পুলিশ ও যৌথবাহিনী নুরুল হকসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিজেদের ওপর হামলার পর সেই ঘটনা নিয়ে সংবাদ সম্মেলন করছিল দলটি। সেখানে কি উদ্দেশ্যে হামলা করা হলো? এই ঘটনার জন্য দায়ী কে তা তদন্ত দরকার।
সরকারকে এর ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দল ও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিবেশ তৈরির চেষ্টা হচ্ছে: জোনায়েদ সাকি
