ePaper

নারী প্রভাষকের নামে মোবাইল চুরি মামলা -প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত আলী, লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না নামে এক নারী প্রভাষকের বিরুদ্ধে মোবাইল ও টাকা চুরির মামলা হয়েছে। সম্প্রতি পুলিশ ওই মামলার চার্জশীট গঠন করায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরী হয়েছে। এদিকে ওই নারী প্রভাষকের অভিযোগ, পুলিশ মামলাটি সঠিক তদন্ত না করেই চার্জশীট গঠন করেছেন।  তিনি মঙ্গলবার বিকালে শহরের মুন স্টার রেস্টুরেন্ট এর কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। তিনি কালিগঞ্জ উপজেলার উত্তর বাংলা ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক। আর ওই মামলার বাদী উপজেলার কাকিনা এলাকার রাতিনুর রহমান নামে এক কলেজ ছাত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  প্রভাষক এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না বলেন, ‘ গত বছরে পূর্ব শত্রুতার জেরে আমি এবং কয়েকজন নিরীহ দিনমজুরের নামে একটি সাজানো মামলা করা হয়।  হয়রানি করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে স্থানীয় কতিপয় ব্যক্তির ষড়যন্ত্রে আমাকে সামাজিকভাবে হেয় করতে ওই মামলায় আসামী করা হয়েছে। এজাহারে আমার বিরুদ্ধে আনা হয়েছে মোবাইল চুরির অভিযোগ। আর এর প্রায় একবছর পর থানা পুলিশ সঠিক তদন্ত না করেই মামলাটির অগোছালো চার্জশীট প্রদান করে আমাকে মোবাইল চোর ও টাকা চোর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমার বিরুদ্ধে ওই চার্জশীট প্রদান করে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানি করা হচ্ছে’। এসময় তিনি মামলাটির পুনরায় তদন্তের দাবী করেন। তবে মামলার ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি মোঃ জাকীর হোসেন জানান, ‘মামলাটির সবদিক তদন্ত করেই চার্জশীট গঠন করা হয়েছে। আইন সবার জন্যই সমান। সংবাদ সম্মেলনে ওই প্রভাষকের মা আমেনা শিরীন মুসতাযীরসহ লালমনিরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এস. তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না (৪৫) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেছেন। তিনি ওই পরিবারের  মৃত বজলে রহমান মুসতাযীরের একমাত্র কন্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *