ePaper

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে শ্রমিক দল ও তরুণ দলের দুই শীর্ষ নেতা আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি টি এইচ তোফাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় শ্রমিকদল নেতা এস এম আসলামের নিজ বাসা এবং আজিবপুর এলাকায় তরুণ দল নেতা টি এইচ তোফার নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ রয়েছে। এস এম আসলামের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় এবং টি এইচ তোফার বিরুদ্ধে একই আইনের ১৫(৩)/২৫ ধারা ও দণ্ডবিধির ৪৩৫ ধারায় মামলা রয়েছে। ইতোমধ্যে তাদের ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়েছে। ডিটেনশনের আদেশ পাওয়া সাপেক্ষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে নাসিক ৬নং ওয়ার্ড এলাকায় এস এম আসলামের সমর্থকরা বিক্ষোভ করে বলে স্থানীয়ভাবে জানা যায়। এসময় তারা মেঘনা ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন না করারও ঘোষণা দেয় শ্রমিকদল নেতা আসলাম সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *