ePaper

নারায়ণগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় কথিত স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গৃহবধূ নাজমা আক্তার রিতুকে হত্যার অভিযোগে লুৎফর রহমান (৩৩) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গতকাল সোমবার নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় দেন। যাবজ্জীন কারাদণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বীরপাশা এলাকার বাসিন্দা। নিহত নাজমা আক্তার রিতু একই জেলা সদরের পৈরতলা এলাকার বাসিন্দা। আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৮ সালের ২২ জুন সিদ্ধিরগঞ্জে গৃহবধূ রিতুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় লুৎফর রহমান। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রশিদ বাদী হয়ে স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশের তদন্তে জানা যায়, মামলার প্রধান আসামি নজরুল ইসলাম এই হত্যার সঙ্গে জড়িত নন। নজরুল ইসলামের নাম ব্যবহার করে নাজমা আক্তারের সঙ্গে বসবাস করতেন আসামি লুৎফর রহমান। তদন্ত ও সাক্ষ্য প্রমাণ শেষে হত্যা মামলায় কথিত স্বামী লুৎফর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। দোষ প্রমাণ না হওয়ায় নজরুল ইসলামকে খালাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *