ePaper

নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক,ঠাকুরগাঁও

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ এর বাস্তবায়নে গতকাল মঙ্গলবার সকালে শহরের মানব কল্যাণ পরিষদ প্রশিক্ষণ কেন্দ্রে এ সভাটি অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফর্মের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্সকর্তা মো. ওয়ালিউল্লাহ, যুব উন্নয়ন এর ডিডি মনসুর রহমান খান প্রমুখ। সভায় পাওয়ারপয়েন্ট প্রেজন্টেশনের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর রেফায়েত আরা ঋতু। উল্লেখ্য, নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের এ সভায় বিগত সময়ের নির্বাচন গুলির নানা অসংগতি এবং আসন্ন জাতীয় নির্বাচনে যুবকদের ও সকলের দায়িত্ব এবং করনিয় নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *