মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় অভিযোক্ত সাবেক পৌর মেয়র ও মাধবদী থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন মানিককে সাত দিনে রিমান্ডের আবেদন মুলতবী করে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক। গতকাল সোমবার দুপুরের দিকে নরসিংদীর জুডিসিয়াল ম্যাজিস্টেট মেশকাতুল ইসলাম এই আদেশ দেন। এর আগে মাধবদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে শ্রমীক নেতা শাওন মিয়া হত্যার অভিযোগে রবিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্দারা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) গোয়েন্দা শাখা গ্রেফতার করে। পরে সোমবার দুপুর বারটার দিকে নরসিংদী জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে হত্যা মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই আ: বারেক সাত দিনে রিমান্ড চেয়ে মোশারফ হোসেন মানিককে আদালতে প্রেরন করেন। মামলার মুল নথী উচ্ছ আদালতে থাকায় আসামীর পক্ষে কোন আইন জীবী শুনানীতে অংশ গ্রহন না করায় রিমান্ড শুনানী মুলতবী রেখে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক। তার বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছেন কোট ইন্সিপেক্টর(ওসি) মো.সাইরুল ইসলাম।
