মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীর রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়নে ট্রেড লাইসেন্স নিতে আসা এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের শাহিন মিয়া (৩৭) উপজেলার মির্জানগর গ্রামের আ.খালেক এর ছেলে। গতকাল বুধবার বিকেলে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স নিতে আসলে পরিষদের ভিতরে দুর্বৃত্তদের হামলায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। স্থানীয়রা জানান ইউনিয়ন পরিষদের ভিতরে সচিবের সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। পরে থানা পুলিশকে খবরদিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, নিহতের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকান্ড। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে।