মো.শফিকুল ইসলাম মতি, নরসিংদী
নরসিংদীর সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সম্প্রতি বহিষ্কার হওয়া বিএনপি সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়ার দুই গ্রুপের আধ্যিপত্য বিস্তার, বালু উত্তোলন ও দখলদারিত্ব নিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছোড়া গুলিতে আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেক মিয়া (৪৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর ৪টার দিকে ইউনিয়নের মুরাদনগর এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। পুলিশ ও স্বজনরা জানায় নিহত সাদেক মিয়া মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে। এর আগে ১২ দিনের ব্যবধানে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। পুলিশ সুপার মো.মেনহাজুল আলম বলেন, আলোকবালীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহীনির সদস্যরা অবস্থান করছে। কোন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
