মো, শফিকুল ইসলাম মতি, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস ২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে থেকে একটি র্যালি বেড় হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিন শেষে পুর্নরায় জেলা প্রশাসক কার্য্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবুতাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া, চেম্বাররের সভাপতি রাশেদুল হাসান রিন্টু, নরসিংদী জেলা ফায়ারস্টেশনের পরিচালক শিমুল মো:রফি, সিনিয়র স্টেশন অফিসার নাঈম ইবনে হাছান, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকসহ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নরসিংদীতে জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
