ePaper

নবীনগরে জিনদপুর ইউনিয়নে ট্রেড লাইসেন্স মেলা

হেলাল উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১৪নং জিনদপুর ইউনিয়নের দীর্ঘ দেড়মাস পর নিয়মিত চেয়ারম্যান রবিউল-এর অনুপস্থিতিতে নাগরিক সেবা সচল রাখতে গত ০৮ জুলাই জেলা প্রশাসক কর্তৃক প্রশাসক হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পান উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম লিটন। উল্লিখিত সময়ে নাগরিক সেবা গুলো দ্রুত পৌঁছে দিতে ইতিমধ্যে তিনি কাজ করছেন। নাগরিক সনদ, জন্ম মৃত্যু সনদ, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। নবীনগরের মধ্যে অন্যতম বৃহৎ বাজার হচ্ছে বাঙরা বাজার। ব্যবসায়ীদের দ্রুত ট্রেড লাইসেন্স প্রদান করতে আজ শুরু হয়েছে ইউনিয়ন পরিষদ কর্তৃক একদিনের ট্রেড লাইসেন্স মেলা। সকাল থেকে সরেজমিনে দেখা যায় শতাধিক ব্যবসায়ী ট্রেড লাইসেন্স মেলা থেকে নির্ধারিত ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স সংগ্রহ করছেন। জিনদপুর ইউনিয়নে কৃষি পণ্য ব্যবসায়ী জীবন মিয়া জানান, এই প্রথম এই ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা সহজেই ভোগান্তি ছাড়া ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছি। ইউনিয়ন প্রশাসক মো. জাহাঙ্গীর আলম প্রথম জানান, নাগরিক সেবা সচল করতে আমাদের এই উদ্যোগ। যেহেতু জুলাই মাসে ট্রেড লাইসেন্স হালনাগাদ করার জন্য ব্যবসায়ীদের বাধ্যবাধকতা রয়েছে, তাদের কাজকে একটু দ্রুত এবং সহজবোধ্য করার জন্য আমাদের পরিষদ এই কার্যক্রম হাতে নিয়েছে। আমরা বেশ সাড়া পাচ্ছি। ঐদিকে সাংবাদিক হেলাল উদ্দিন এর প্রশ্ন ইউনিয়ন প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন আমি আমার দায়িত্ব থেকে সর্বোচ্চ চেষ্টা করিব জনগণ কে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। মানুষকে সচেতন করা আমার লক্ষ্য হিসেবে কাজ করব। আমি যতদিন দায়িত্ব থাকি এতদিন আমি চেষ্টা করিব ১৪নং জিনদপুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করিব। আমাকে সকলে সহযোগিতা করলে। আমি সুন্দরভাবে কাজ করতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *