ePaper

ধামরাইয়ে ধানের শীষের প্রচারণা শুরু

রবিউল করিম ধামরাই প্রতিনিধি

ঢাকা-২০ (ধামরাই) সংসদীয় আসনে ধামরাই উপজেলার কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে নেতাকর্মীদের নিয়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের দোয়ার মাধ্যমে ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আলহাজ্ব তমিজ উদ্দিন। বৃহস্পতিবার (২২জানুয়ারী) সকাল ১২টার দিকে ধামরাই পৌরশহরের কেন্দ্রীয় ঈদগাঁ ময়দানে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ঢাকা ২০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোঃ তমিজ উদ্দিনকে ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে জয়ী করার অঅঙ্গীকার করেন নেতৃবৃন্দরা। এই বিষয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়া আজীবন সংগ্রাম করে গেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আপোষহীন নেত্রী ছিলেন তিনি। এই নির্বাচনের মধ্যেমে গণতন্ত্র পুর্ণপ্রতিষ্ঠা করতে আপনারা সকলে ধানের শীষের জন্য ভোটের জন্য মানুষের ধারে ধারে যেতে হবে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ আতিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ সিকদারসহ পৌরসভার সকল নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *