ePaper

ধনিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামী’র উদ্যোগে রাস্তা সংস্কার

মোহাম্মদ আলী,ভোলা

ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোড়ারহাট টু নদীর পাড় পর্যন্ত গুরুত্বপূর্ণ যাতায়াত সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয়রা। অবশেষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে ওই সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ধনিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার মো. মনির হোসেন, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ নাজিম, ৪ নম্বর ওয়ার্ড সভাপতি মো. মুরাদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকরা। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদাপানিতে হাঁটাচলা করা ছিল কঠিন। কৃষিপণ্য পরিবহন, বাজারে যাওয়া ও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। সংস্কার কাজে অংশ নেওয়া জামায়াত নেতারা বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধান করা দলীয় অঙ্গীকারের অংশ। তাই স্থানীয়দের সহযোগিতায় সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে সড়ক সংস্কার শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা আশা করছেন, সংস্কারকাজ সম্পন্ন হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *