রবিউল করিম ধামরাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম রেজা বাবু বলেছেন,”দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী রাষ্ট্রনায়ক। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের ভোটাধিকার রক্ষায় তিনি যে ভূমিকা রেখে গেছেন, তা জাতি কোনোদিন ভুলবে না।” শনিবার (১০ জানুয়ারি) বিকালে ধামরাই উপজেলা শ্রীরামপুর বাজারে মাঠে মোটর চালক দলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ।দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দলের ধামরাই উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব।এ সময় ঢাকা জেলা মোটর চালক দলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক যুবরাজ । উপস্থিত ছিলেন মোটর চালক দলের সিনিয়র সহ-সভাপতি বাদশা মিয়া। উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আজিজ মিয়া ঢাকা জেলার সদস্য মোঃ রফিক হোসেন। শামিম হোসেন ও শরিফুল ইসলাম শরিফ মহর আলী সহ জেলা -উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
