ePaper

দীর্ঘ প্রেমের পরিণয়, সেলেনার নতুন অধ্যায় শুরু

বিনোদন ডেস্ক

গত বছরের ডিসেম্বরে বাগদানের মাধ্যমে দীর্ঘদিনের প্রেমিক বেনি ব্লাঙ্কোর সঙ্গে এক ছাদের তলায় থাকার সিলমোহর দেন বিশ্বখ্যাত পপ তারকা সেলেনা গোমেজ। এর নয় মাসের মাথায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা; পরিণয় ঘটলা তাদের দীর্ঘদিনের প্রেমের।

রোববার ইনস্টাগ্রামে বিয়ের খবরটি নিশ্চিত করেন সেলেনা গোমেজ। সেই আয়োজনের বেশ কিছু যুগলবন্দি ছবিও প্রকাশ করেন এই শিল্পী। ক্যাপশনে উল্লেখ করে দেন বিশেষ তারিখ- ‘৯-২৭-২৫’। অর্থাৎ, গত শনিবার (২৭ ডিসেম্বর) বিয়ে সেরে নেন তারা।

ছবিগুলোতে এই নবদম্পতিকে চুম্বন, আলিঙ্গন করতে দেখা যায়। ইনস্টাগ্রামে সেলেনা ছবিটি পোস্ট করার পর বেনি ব্লাঙ্কো সেখানে মন্তব্য করেন, ‘আমার সত্যিকারের স্ত্রী।’

বিয়ের সাজে সেলেনা ছিলেন অনবদ্য। রাল্ফ লরেন কাস্টম-মেড সাদা রঙের একটি পোশাকে দেখা যায় শিল্পীকে। তার পোশাকে ফুলের কারুকাজ ছিল। অন্যদিকে, বেনি ব্লাঙ্কোও রাল্ফ লরেনের তৈরি কালো টাক্সিডো ও বো টাই পরেছিলেন।সেলেনা গোমেজের এই নতুন জীবনযাত্রায় তার ভক্ত ও সহকর্মীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। মাত্র তিন ঘণ্টায় সেলেনার এই পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ৭ মিলিয়নেরও বেশি।উল্লেখ্য, সেলেনা গোমেজের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আগে থেকেই অনুরাগীদের কৌতূহল। বিশেষ করে কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। কিন্তু, সে সম্পর্কও একসময় টেকেনি। ২০১৮ সালে তাদের ৬ বছরের সম্পর্কে ভাঙন ধরতেই হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সেরে নেন জাস্টিন। বিষয়টি সেলেনা যখন জানতে পারেন, তখন বেশ আঘাত পান গায়িকা। এরপর অবশ্য নিজের কাজেই মন দিতে থাকেন সেলেনা। ২০১৯ সালে সংগীতশিল্পী বেনি ব্লাঙ্কোর সঙ্গে একটি গানে কাজ করেন গায়িকা। এরপর কেটে যায় কয়েকটি বছর। ২০২৩ সালের ডিসেম্বরে নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে আনেন তারা। বেনির সঙ্গে ৫ বছরের সম্পর্কের মধ্য দিয়ে অবশেষে পূর্ণতা পেল সেলেনার প্রেম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *