দিনাজপুর প্রতিনিধি
“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি – প্রাণিসম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় দিনাজপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সদর উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রানীসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। উদ্বোধন শেষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শাহীন সুলতানা, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহান উদ্দিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শারমিন আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহিনা বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেইরী এসোসিয়েশন দিনাজপুরের সভাপতি তুহিন আক্তার। এসময় উপস্থিত ছিলেন কৃত্রিম প্রজনন এর উপপরিচালক ড. মাহফুজা খাতুন, জেলা ভেটেরিনারী সার্জন আশিকা আকবর তৃষা, জেলা অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ডাঃ মোঃ রাসেল। উদ্বোধন শেষে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ ৩০টি স্টল পরিদর্শন করেন।
