ePaper

তাসকিন-মুস্তাফিজের পেশাদারিত্ব নিয়ে যা বললেন ট্রেইনার

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলে প্রায় নিয়মিত দুই সদস্য পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। গেল এক দশক ধরে এই দুই তারকা নিজেদের প্রমাণ করে আসছেন। তবে খেলার বাইরে মুস্তাফিজকে অনুশীলনে খুব একটা ঘাম ঝরাতে দেখা যায় না বলেই প্রচলিত আছে। তবে ট্রেইনার ইয়াকুব ডালিমের মতে পরিশ্রমের ব্যাপারে ছাড় দেন না তাদের কেউই।

এ প্রসঙ্গে ইয়াকুব ডালিম বলেন, ‘তাসকিন ও মুস্তাফিজকে আমি দীর্ঘদিন ধরে চিনি। এমনিতে তারা দুইজন দুই রকমের ক্যারেক্টার, কিন্তু কাজের দিক দিয়ে তারা কোনো আপোস করে না। কাজ করবেই তারা। পেশাদারিত্বে তারা ১০০ ভাগের ওপরে। যেকোনো ধরনের ওয়ার্কআউট, রানিং—কোনো কিছুতেই কখনো তারা “না” বলে না।’বিশ্ব ক্রিকেটের প্রতিযোগিতা বিবেচনায় এই দুই পেসারের ভবিষ্যতের প্রস্তুতির দিকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ ডালিমের। যে কারণে পরিশ্রম অব্যাহত রাখারই কথা বললেন তিনি, ‘দিন যত যাবে, প্রতিযোগিতা আরও কঠিন হবে। তাই পরিশ্রমের মাত্রাও বাড়াতে হবে।’ মুস্তাফিজের ক্রিকেটীয় বুদ্ধিমত্তারও প্রশংসা করেছেন এই ট্রেইনার, ‘মুস্তাফিজ অত্যন্ত বুদ্ধিমান। ক্রিকেটে অনেক কিছুই শক্তি দিয়ে হয় না, মাথা (বুদ্ধি) দিয়ে খেলতে হয়। সেটা মুস্তাফিজের ভেতর আছে। সে খুব ভালোভাবে চাপ সামলাতে পারে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *