ePaper

ডিজনির এই এনিমেটেড সিনেমা এখন সবচেয়ে ব্যবসা সফল

বিনোদন ডেস্ক

বিশ্বজুড়ে বক্স অফিসে ১.৪৬ বিলিয়ন ডলার আয় করে ওয়াল্ট ডিজনির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা এখন ‘জুটোপিয়া টু’।

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ফ্রোজেন টু’ সিনেমার ১.৪৫ বিলিয়ন ডলার আয়ের রেকর্ডটি ভেঙেছে এই এনিমেটেড ফিল্ম। সিনেমাটি মুক্তির পঞ্চম সপ্তাহে বড়দিনের ছুটির মৌসুম বক্স অফিসে একে আরও দাপুটে করে তোলে।শুধু মাত্র ছুটির আমেজের এই শেষ সপ্তাহান্তেই সিনেমাটির ঝুলিতে নতুন করে যোগ হয়েছে আরও ৮৭.৯ মিলিয়ন ডলার।শুধু তাই নয়, মাত্র ১৭ দিনে ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করেছে সিনেমাটি, যা প্যারেন্টাল গাইডেন্স- পিজি ক্যাটেগরির সিনেমার ইতিহাসে দ্রুততম সময়ের রেকর্ড। বিশেষ করে চীনের বাজারে এটি অভাবনীয় সাফল্য পেয়েছে, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে অধিকাংশ হলিউড সিনেমা বক্স অফিসে সুবিধা করতে পারছিল না। শুধু চীনের বক্স অফিস থেকেই ‘জুটোপিয়া টু’-এর আয় ৫০০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা দেশটিতে যেকোনো মার্কিন সিনেমার আয়ের ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। এদিকে সাম্প্রতিক সময়ে ডিজনির আরও একটি আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ ছাড়া আর কোনো ছবিই এই সাফল্যের ধারের কাছে পৌঁছাতে পারেনি; গত ১৯ ডিসেম্বর মুক্তি পাওয়া এই সিনেমা ২৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে, যার একটি বড় অংশ এসেছে আন্তর্জাতিক বাজার থেকে। ‘জুটোপিয়া টু’ সহ এ বছর বিশ্বজুড়ে মাত্র তিনটি সিনেমা ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পেরেছে।তালিকায় আরও দুটি সিনেমা হলো ডিজনির লাইভ-অ্যাকশন রিমেক ‘লিলো অ্যান্ড স্টিচ’, এবং চীনের অ্যানিমেটেড সিনেমা ‘নে ঝা টু’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *