ePaper

ঠাকুরগাঁওয়ে সিপিবি’র কর্মীসভা ও পথসভা অনুষ্ঠিত

আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও

কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে গণমানুষের ঐক্য ও সংগ্রাম এগিয়ে নিয়ে বামপন্থী-গণতান্ত্রিক সরকার গঠন করার আহবান জানিয়ে দেশব্যাপী বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দীয় কর্মসূচির অংশ হিসেবে এবং ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে ঠাকুরগাঁওয়ে কর্মীসভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটির আয়োজনে উদীচী কার্যালয়ে জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে ও সহকারী সাধারণ সম্পাদক আহছানুল হাবীব বাবুর সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভায় বক্তব্য দেন, কেন্দ্রীয় কামটির সদস্য সুকান্ত শফি চৌধুরী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রেজওয়ানুল হক রিজু, সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন, পীরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, সাধারণ সম্পাদক মর্তুজা আলম, হরিপুর উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক শাহাবুদ্দিন, রানীশংকৈল উপজেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান, বালিাডাঙ্গী উপজেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম প্রমূখ। কর্মীসভা শেষে এক লাল পতাকা মিছিল বের হয়ে শহরের চৌরাস্তায় গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় দ্রুত বিচার ও সংস্কার কাজ সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আগামী ফেব্রুয়ারিতে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও নিহতের তালিকা সম্পন্ন করে সুচিকিৎসা, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। গ্রাম-শহরে গরিব মানুষের রেশনিং ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। জাতীয় ন্যুনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানান নেতারা। দেশের ভূখন্ড ও সমুদ্রসীমা মার্কিন সাম্রাজ্যবাদী ও কোন আঞ্চলিক আধিপত্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *