ePaper

ঠাকুরগাঁওয়ে যৌথবাহীনির মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার মরিচপাড়া পূর্ব পারপূগী এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ফরিদুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। জানা যায়, সদর উপজেলার শীবগঞ্জ পারপূগী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার মো. জয়নুলের ছেলে মো. ফরিদুল ইসলামকে ১ হাজার ৬০৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোরশালিন তুরাগ তাকে এক বছরের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা পরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *