ePaper

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন

এমএ আজিজ, ঠাকুরগাঁও

“শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ”Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ শুরু হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী, ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ আয়োজনে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা, যিনি তাঁর বক্তব্যে বলেনÑ“শিশুর বিকাশে তাদের মনোভাব প্রকাশের সুযোগ দিতে হবে। তাদের অনুভূতি, আকাক্সক্ষা ও প্রয়োজনকে গুরুত্ব না দিলে শিশু বিকাশ বাধাগ্রস্ত হয়। আমাদের শুনতে হবে তারা কী বলতে চায়, বুঝতে হবে তারা কী চায়।” তিনি আরও বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ; তাই তাদের অধিকার নিশ্চিত করা এবং একটি নিরাপদ, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা আমাদের সকলের দায়িত্ব।” দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপনের মূল উদ্দেশ্য হলো শিশুদের অধিকার ও কল্যাণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের নিরাপদ বিকাশের জন্য সামাজিক অঙ্গীকার দৃঢ় করা। অতীতে দিবসটির প্রতিপাদ্য ছিলÑ “গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এবং “প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার।” অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিশু একাডেমীর কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশুদের হাসি-খুশি, নির্ভয় ও মর্যাদাপূর্ণ জীবনের অধিকার প্রতিষ্ঠাই হোক আজকের অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *